মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তানে গণতন্ত্র ‘সর্বকালের সর্বনিম্ন’ পর্যায়ে রয়েছে: ইমরান খান

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

পাকিস্তানে গণতন্ত্র ‘সর্বকালের সর্বনিম্ন’ পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার এই দাবি করেন।

সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, শেহবাজ শরিফের সরকার ‘নির্বাচন নিয়ে আতঙ্কিত’ এবং তারা (সরকার) নির্বাচনে তার দল পিটিআইয়ের কাছে ‘ধরাশয়ী’ হওয়ার ভয় করছে।

ইমরান খান বলেন: ‘সুতরাং সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, তারা কেবল তখনই নির্বাচনে যাবে যদি আমি জেলে থাকি বা হত্যাকাণ্ডের শিকার হই।’

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী প্রাণনাশের অভিযোগ করে বলেন, দুই দফায় তার প্রাণনাশের চেষ্টা হয়েছে এবং তাকে আটক করার সময় তার বাড়িতেও অভিযান চালানো হয়েছিল। মূলত গত বছরের নভেম্বরে পাঞ্জাব প্রদেশে সমাবেশের সময় ইমরান খান তার পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেসময় ওই ‘হত্যা প্রচেষ্টা’ থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল।

দুর্নীতির মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। তার সেই গ্রেপ্তার পারমাণবিক অস্ত্রধারী এই দেশে মারাত্মক অস্থিরতা সৃষ্টি করে এবং এরই একপর্যায়ে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ এবং বেআইনি বলে রায় দেয়।

মূলত গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। আল-কাদির ট্রাস্ট মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) ওয়ারেন্টে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাকে গ্রেপ্তার করে।

পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থার এই পদক্ষেপে দেশজুড়ে সেদিনই সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেহবাজ শরিফের সরকার খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব, বেলুচিস্তান এবং ইসলামাবাদসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীকে ডাকতে বাধ্য হয়।

এদিকে ইমরান খানের গ্রেপ্তারের বিরুদ্ধে পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পরে কমপক্ষে দশজন নিহত এবং আরও অনেকে আহত হন। এছাড়া বিক্ষোভ দমাতে পাকিস্তানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণগ্রেপ্তার শুরু করে এবং এখন পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

এছাড়া বিক্ষোভ চলাকালীন ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সামরিক স্থাপনায় হামলা এবং অন্যান্য রাষ্ট্রীয় ভবন ও সম্পদ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এমনকি পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো রাওয়ালপিন্ডিতে দেশটির সেনা সদরদপ্তরে হামলা এবং লাহোরে সেনাবাহিনীর কর্পস কমান্ডারের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের কথিত সহিংসতার বিষয়ে জিজ্ঞাসা করা হলে ইমরান খান ‘সমস্ত সহিংসতার’ নিন্দা জানান। তিনি বলেন, ‘পাকিস্তানের গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। আমাদের একমাত্র ভরসার জায়গা হলো বিচার বিভাগ।’

এর আগে গত শুক্রবার ইমরান বলেন: ‘প্রথমবার যখন তারা আমাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখাল (তখন আমি) জেলের ভেতরে। এটা জঙ্গলের আইনে হয়, সামরিক বাহিনী আমাকে অপহরণ করেছিল। কোথায় ছিল পুলিশ? কোথায় আইন? এটা জঙ্গলের আইন। মনে হচ্ছে এখানে সামরিক আইন জারি করা হয়েছে।’

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শুক্রবার ইমরানের মুক্তির সমালোচনা করেন। সেদিন তিনি বলেন, ইমরান খানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ‘প্রকৃত দুর্নীতির মামলা’ ছিল, ‘কিন্তু বিচার বিভাগ তাকে রক্ষা করার জন্য পাথরের দেয়ালে পরিণত হয়েছে’।

উল্লেখ্য, বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ৭০ বছর বয়সী পাকিস্তানের জনপ্রিয় এই বিরোধী নেতা ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন।

শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন কলেজটির শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী ৭ দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস পাওয়ার পর...

ইবির দুইপক্ষ সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি ও ঘটনায় ইন্ধনদাতা হিসেবে কয়েকজনের...

শরীয়তপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৪

আশিকুর রহমান হৃদয়, প্রতিনিধি: শরীয়তপুর সদর হাসপাতালের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ৪ জন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে। তারা চারটি দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি।...

১২ ঘণ্টায় ইতালীয় নাগরিকের মালামালসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর তুরাগে ইতালিয়ান নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ দুই ছিনতাইকারীকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে ডিএমপির তুরাগ থানা...

সম্পর্কিত নিউজ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন কলেজটির শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ...

ইবির দুইপক্ষ সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের...

শরীয়তপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৪

আশিকুর রহমান হৃদয়, প্রতিনিধি: শরীয়তপুর সদর হাসপাতালের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ৪ জন সাংবাদিকের...