খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার রাতে রাজধানীর কাকরাইলে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের একটি অনুষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের খ্রিস্টান ভাই ও বোনদের আশ্বস্ত করতে চাই যে তারা একটি নিরাপদ পরিবেশে ও ধর্মীয় উত্সাহের মধ্যে তাদের বড়দিনের দিনটি উপভোগ করবে এবং আমরা এখানে তাদের সঙ্গে উৎসব উদযাপন করতে এসেছি। আমরা জানি, ভাগাভাগি করলে সুখ বাড়ে। এই কারণেই আমরা ভাগ করে নেয়ার মাধ্যমে তাদের সুখের মাত্রা বাড়াতে এসেছি। তারা কোনো ধরনের সাহায্য চাইলে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’
সম্প্রতি দুই জঙ্গির পলায়ন একটি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আখতার, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান প্রমুখ।
যীশু খ্রিস্টের জন্মকে স্মরণ করতে রবিবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিস্টান সম্প্রদায় বড়দিন উদযাপন করছে।
শনিবার বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।