করোনার কারণে দুই বছর বিরতির পর শুক্রবার সকালে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামাত তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
বার্ষিক বিশ্ব ইজতেমা (বিশ্ব জামাত) এর ৫৬তম পর্বে ফজরের নামাজের পর পাকিস্তানি ইসলামী পণ্ডিত মাওলানা জিয়াউল হকের আম বয়ান (সাধারণ খুতবা)দিয়ে শুরু হয়।
ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, চাদ, তাজিকিস্তান তুরস্ক, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত পণ্ডিতদের কোরআনের আয়াত তেলাওয়াত ও ব্যাখ্যা শোনার মাধ্যমে ইসলামী মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্বক্ত করতে তুরাগের তীরে ভিড় করেন।
বিকালে ইজতেমা মাঠে তাবলিগ জামাতের একাংশের নেতা মাওলানা হাফেজ জোবায়ের আহমদের নেতৃত্বে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ইজতেমা স্থান ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থলটি ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা নজরদারির আওতায় আনা হয়েছে।
এছাড়াও, সরকার মুসল্লিদের জন্য বিগত বছরের মতো তাদের চিকিৎসার জন্য স্বাস্থ্য শিবির স্থাপন করেছে।
এদিকে বার্ধক্যজনিত জটিলতায় আজ ইজতেমা স্থলে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঠান্ডাজনিত অসুস্থতায় দুই ভক্তের মৃত্যু হয়েছে।
রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।
১৯৬৭ সাল থেকে তাবলিগ জামাত অনুষ্ঠানস্থলে জামাতের আয়োজন করে আসছে।
২০১১ সালে, এটি বিপুল সংখ্যক উপস্থিতির জন্য ইজতেমাকে দু’টি পর্যায়ে বিভক্ত করে।
চলতি বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।