- Advertisement -
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, অভ্যন্তরীণ বিষয়ে নিজেরা আলোচনা না করে বাইরের রাষ্ট্রদূতদের কাছে বিএনপির দৌড়ানো ঠিক হচ্ছে না।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলির সাথে বৈঠক শেষে তিনি এমনটা জানান।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতীয় নিবাচন নিয়ে বাইরের কারো নাক গলানো বা খবরদারির করার সুযোগ নেই। যেখানে যেখানে তারা নাক গলিয়েছে সেখানে সংকট সৃষ্টি হয়েছে।
বৈঠক প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রী জানান, এ বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত চালুর বিষয়ে আলোচনা হয়েছে। এজন্য ইইউ ২৮ দমশিক ৭ মিলিয়ন ডলার সহায়তা দেবে।
- Advertisement -