আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমান বৃহস্পতিবার হাইকোর্টে দায়ের করা রিটে অমর একুশে বইমেলায় ২০২৩-এ স্টল না দিতে দেয়ার বাংলা একাডেমির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন।
রিটে বাংলা একাডেমির মহাপরিচালকসহ চারজনকে বিবাদী করা হয়। আবেদনকারীর আইনজীবী অনিক আর হক বলেন, ‘আগামী সপ্তাহে রিট আবেদনের ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।’
যত দ্রুত সম্ভব প্রকাশনা সংস্থাকে স্টল বরাদ্দ দিতে আদালতের নির্দেশনা চেয়েছেন আবেদনকারী।
মেলার পরিচালনা পর্ষদ (বাংলা একাডেমি) গত ১২ জানুয়ারি বরাদ্দের তালিকা প্রকাশ করে, যেখানে আদর্শের নাম বাদ দেয়া হয়।
পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা ফাহাম আব্দুস সালামের ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি নিয়ে আপত্তির কথা জানতে পারে আদর্শ।
রিটে বলা হয়, কর্তৃপক্ষ প্রকাশনা সংস্থাকে মেলায় অংশ নিতে না দেয়ার কারণ হলো এমন একটি বই যা নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত নয়। সুতরাং, বাংলা একাডেমি আইন ২০১৩ অনুযায়ী এই সিদ্ধান্ত অবৈধ। এছাড়াও, এটি বাক স্বাধীনতার পরিপন্থী।