প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক ও কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক।
আইনমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার দেওয়া এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেই সুবিধা-অধিকার দিয়ে আসছি, দিয়ে আসব।
আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধামাধব কেন্দ্রীয় আখড়া মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এ কথা বলেন।
সব বর্ণ-ধর্ম তাদের অধিকারকে রক্ষা করে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করবে বিএনপি, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব যেটি বলেছেন তাতে মনে হচ্ছে তাদের বোধোদয় হয়েছে, সেইটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে ভালো কথা। ’
সভায় সভাপতিত্ব করেন রাধামাধব আখড়ার নির্বাহী সভাপতি চন্দন কুমার ঘোষ।
মন্ত্রী দুর্গা পূজা উপলক্ষে ২২টি দুর্গা পূজা মন্দিরের নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার স্বরূপ নগদ ৮ হাজার টাকা করে তুলে দেন।
এদিকে সোমবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এসময় তিনিও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক চেতনা ও ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে ক্ষমতায় আসতে চায় ও দেশের মানুষকে শোষণ-শাসন করতে চায়। তাদের সম্পর্কে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। যে কোন অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ।
মন্ত্রী বলেন, শারদীয় দুর্গোৎসবে সবাইকে সম্মিলিতভাবে শপথ নিতে হবে- সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত-প্রতিরোধ করব। বাংলার মাটি থেকে সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করব