ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনর রশীদ মু্ন্নাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
গতকাল মঙ্গলবার এক চিঠির মাধ্যমে হারুনর রশীদ মুন্নার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে কমিটি।
আগামীকাল বৃহস্পতিবার যুগ্ম মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, নির্বাচনী এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনায় ব্যানার-ফেস্টুন লাগানো, নির্ধারিত আকারের চেয়ে বড় ব্যানার, নির্বাচনী অফিসে আলোকসজ্জা, ট্রাকে করে নির্বাচনী মিছিল করাসহ গেট বা তোড়ণ নির্মাণ, নির্বাচনী ক্যাম্পে বিশেষ আলোকসজ্জা করেছেন হারুনর রশীদ।
এছাড়াও বিধি অনুযায়ী প্রতি ওয়ার্ডে একটি করে নির্বাচনী অফিস স্থাপনের অনুমতি থাকলেও তার চেয়ে অনেক বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন তিনি।
এ কারণে কোন ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্প কোন ওয়ার্ডে এবং মোট কতগুলো নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়েছে তা হারুনর রশীদের জানতে চেয়েছে নির্বাচন কমিশন।