সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির ডাকা সারাদেশের সকল মহানগরে প্রতিবাদ সমাবেশ আজ। এ প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি হিসেবে দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে।
জানা যায়, ঢাকার দুই মহানগরের প্রতিবাদ সমাবেশ দুপুর ২টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় অফিসের সামনে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত থাকবেন। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
সারাদেশে মহানগরগুলাতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে-
নারায়ণগঞ্জে বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
খুলনায় বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
কুমিল্লায় বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।
চট্টগ্রামে বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রংপুরে বিএনপি স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান।
সিলেটে বিএনপি ভাইস-চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ।
বরিশালে বিএনপি ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।
গাজীপুরেবিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
ফরিদপুরে বিএনপি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
রাজশাহীতে বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
ময়মনসিংহে বিএনপি ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এছাড়াও যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ‘গণতন্ত্র মঞ্চ’ সকাল ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শেষে মিছিল করবে।
‘১২ দলীয় জোট’ সকাল ১১টায় বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে।
‘জাতীয়তাবাদী সমমনা জোট’ সকাল ১১টায় পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
‘গণফোরাম’ সকাল ১১টায় মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর প্রতিবাদ সমাবেশ করবে।
‘এলডিপি’ বেলা ৩টায় কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করবে।
‘গণতান্ত্রিক বাম ঐক্য’ দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করবে।
এর আগে গত ১১ মার্চ সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং গ্যাস-বিদ্যুত-জ্বালানি-নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে যুগপত আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ঢাকাসহ সারাদেশে মহানগর ও জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এই মানববন্ধন থেকেই সারাদেশের মহানগরগুলোতে আজকের সমাবেশের ডাক দেওয়া হয়।