আত্মঘাতি বোমা হামলা ঘটনা ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত একটি রুশ দূতাবাসে। এ হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলায় অন্তত ২ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা স্পুটনিক জানিয়েছে, এই হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে নয়তো আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাকারী তার লক্ষ্যে পৌঁছানোর আগেই তাকে শনাক্ত করা হয় এবং গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছে পুলিশ।
স্পুটনিক নিউজ জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের সপ্তম জেলার দার-উল-আমান রোডে অবস্থিত রাশিয়ান দূতাবাসের পাশে একটি বিস্ফোরণ ঘটেছে।
অন্যদিকে পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্ফোরণের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
রয়টার্স বলছে, সোমবার কাবুলে রাশিয়ান দূতাবাসের প্রবেশপথের কাছে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। আফগান পুলিশ জানিয়েছে, দূতাবাসের গেটের কাছে আসার সময় সশস্ত্র রক্ষীরা হামলাকারীকে গুলি করে হত্যা করে।
আত্মঘাতী এ হামলায় রুশ দূতাবাসের দুজন স্টাফ নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন।
কাবুলের স্থানীয় পুলিশ প্রধান মৌলভী সাবির রয়টার্সকে বলেছেন, আত্মঘাতী হামলাকারী লক্ষ্যে পৌঁছানোর আগেই রুশ দূতাবাসের (তালেবান) রক্ষীরা তাকে চিনতে পারে এবং গুলি করে হত্যা করে… এখনও পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই।