বাফুফের ছাড়পত্রের পর অধিনায়ক হিসেবেই মাঠে নামলেন জামাল ভূঁইয়া। সব জটিলতা কাটিয়ে আজ আর্জেন্টাইন তৃতীয় বিভাগের লিগে অভিষেক হয়ে গেল বাংলার কাপ্তানের।
আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে নাম লিখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ক্লাবের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। বাকি ছিল বাফুফের ছাড়পত্র পাওয়া। সব জটিলতা কাটিয়ে আজ অভিষেকই হয়ে গেল জামাল ভূঁইয়ার।
আজ রোববার (২৭ আগস্ট) আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর জার্সিতে হোম ম্যাচে জার্মিনালের বিপক্ষে অভিষেক হয়েছে জামালের। প্রথম ম্যাচেই ক্লাবটির অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের এই তারকা ফুটবলার।
বাংলাদেশ অধিনায়ককে বরণের সকল প্রস্তুতিই নিয়েছে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো। ব্যানার-পোস্টারে বাংলা ভাষার প্রয়োগ দেখা গিয়েছে। অনেক আর্জেন্টাইন ‘ওয়েলকাম জামাল’ ব্যানার করেছে।
সোল দা মায়ো ক্লাব আগেই ঘোষণা দিয়েছিল বাংলাদেশ অধিনায়কের সম্মানার্থে প্রথম ম্যাচটি বাংলাদেশি প্রবাসীদের জন্য উন্মুক্ত থাকবে। আর্জেন্টিনায় অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের গ্যালারীতে আসতে দেখা গেছে ক্লাবের ইউটিউব লাইভে। আর্জেন্টিনার পাশাপাশি বাংলাদেশের পতাকাও উড়তে দেখা গেছে স্টেডিয়ামে।
বাংলাদেশে আর্জেন্টিনার অগণিত সমর্থক। বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সমর্থকদের আর্জেন্টিনার প্রতি যেই আবেগ প্রদর্শিত হয়েছে সেই সূত্রে আর্জেন্টিনা বাংলাদেশকে ভালোবেসেছে। বাংলাদেশের অধিনায়ককে সর্বোচ্চ সম্মানই দেখানোর চেষ্টা করেছে আর্জেন্টিনার ক্লাবটি। আজকের ম্যাচে সোল দে মায়োর অধিনায়কের আর্মব্যান্ড ছিল জামালের হাতেই। বাংলাদেশের ক্লাব ও জাতীয় দলে খেলা ৬ নম্বর জার্সিও দিয়েছে আর্জেন্টিনার ক্লাবটি।