28 C
Dhaka
Sunday, September 8, 2024

আড়াই কোটি টাকার হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

ডেস্ক রিপোর্ট:

শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে আড়াইকোটি টাকার হেরোয়িনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। গতকাল শনিবার (২ জুলাই) বিকেল ৫ টায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় একটি মাদক বিরোধী অভিযানে তাদের আটক করেন।

এ সময় আটককৃতদের কাছ থেকে ০২ কেজি ৬৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। গ্রেফতারকৃত আসামীদের থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৯-২৫৭৪), ০৪ টি মোবাইল ফোন এবং নগদ- ১২,২০০  টাকা জব্দ করা হয়।

আসামিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার মো. শামসুল হুদা লুকমানের ছেলে মো. রাশিদুল হক মনি (২২), মো.কামাল উদ্দিনের ছেলে মো.কামরুজ্জামান রনি (২৩) এবং চাঁপাইনবাবগঞ্জ থানার মো. শফিকুল ইসলামের ছেলে মো.শাকিল আহম্মেদ (২০)।

রবিবার(৩ জুলাই) দুপুরে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন একটি প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন,এই মাদক সরবরাহকারী চক্রটি দীর্ঘদিন ধরে  আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এরই ধারাবাহিকতায় বড় চালান নিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করা হয় বলেও জানান র‍্যাব কর্মকর্তা। 

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...