ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে চার শরণার্থীর মৃত্যু ঘটেছে। আজ (বুধবার) ব্রিটেন এবং ফ্রান্সের মাঝে অবস্থিত ইংলিশ চ্যানেলে একটি ছোট নৌকা ডুবে অন্তত ৪ জন মারা গেছে। ব্রিটিশ সরকার খবরটি নিশ্চিত করেন।
ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবারে ব্রিটিশ উপকূলের বরফ আচ্ছাদিত পানিতে একটি ছোট নৌকা ডুবে যাওয়ার পর ডজনখানেক মানুষকে উদ্ধার করা হয়। ব্রিটিশ রেডিও স্টেশন এলবিসি জানিয়েছে যে এখন পর্যন্ত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে।
অন্তত ৫০ জন শরণার্থী এবং আশ্রয়প্রার্থী নিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় নৌকাটি ডুবে যায় বলে জানা যায়।
আজ (বুধবার) ব্রিটেন সরকারের এক মুখপাত্র তার বিবৃতিতে বলেন, ‘আজ গ্রিনিজ মান সময় ৩ টা ৫০ মিনিটে কর্তৃপক্ষকে ইংলিশ চ্যানেলে একটি অভিবাসী ছোট নৌকা দুর্দশাগ্রস্ত হওয়ার বিষয়ে সতর্ক করে হয়েছে’। পরে সেখানে উদ্ধারকাজ চালিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুরো ব্রিটেনজুড়ে হিমাঙ্কের তাপমাত্রা থাকা সত্ত্বেও রবিবার থেকে ৫০০ জনেরও বেশি আশ্রয়প্রার্থী ছোট নৌকায় করে বিপদজ্জনকভাবে এই পথে যাতায়াত করেছে। পাচারকারীদের মধ্যে যারা কম বাতাস এবং শান্ত সমুদ্রের মধ্য দিয়ে যাতায়াত করতে চায় তারাই মূলত এই পথ বেছে নেয়।