বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ভালো কিছু হবে এমন ধারণা ছিল। তার ভাষ্য, চার মাস আগে ওরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, আট বছর পরে ওরা (বাংলাদেশে) আসলো, ১২বছর আমরা (ইংল্যান্ডে) সিরিজ খেলতে যাই না। তাদের বিপক্ষে জয় বড় ব্যাপার।
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এ সাফল্য নিয়ে বিসিবি সভাপতি বলেন, বাংলাদেশ ফেরারলেস ক্রিকেট খেলেছে, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে। অসাধারণ ফিল্ডিং করেছে। ভালো হবে এই বিশ্বাস ছিল।
বিসিবি সভাপতির মতে, উইকেট আহামরী খারাপ ছিল না। মাঝে মধ্যে কিছু কিছু বল কঠিন হয়েছে।
তিনি জানান, আগে বাংলাদেশ যেভাবে টি-২০ খেলেছে ওভাবে জেতা যাবে না ভেবে তারা দলে পরিবর্তন আনার চেষ্টা করেছেন। এছাড়া নতুন এই দল নিয়ে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং সাইড হওয়ার লক্ষ্য তাদের বলেও জানান তিনি।
এদিকে ঘরের মাঠে ওই সিরিজ জেতায় টাইগার ক্রিকেটাররা বোনাস পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেছেন, সব দলের বিপক্ষে আমাদের সিরিজ জেতা হয়ে গিয়েছিল। বাকি শুধু কেবল ইংল্যান্ড। সেটাও হয়ে গেল। কোন দলের বিপক্ষে প্রথমবার কিছু করলে ওরা বোনাস পাবে। এটা আমি আগেই ঘোষণা করে দিয়েছি। সুতরাং ওরাও জানে যে, ওরা বোনাস পাবে।