টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর মূল বয়ানের মঞ্চে মোহরে ফাতেমি অনুসারে এই বিয়ে অনুষ্ঠিত হয়। শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবারের মতো এবারও ভারতের মাওলানা যোহাইরুল হাসান বিয়ে পড়ান। দুপুর পর্যন্ত বর ও কনে পক্ষের তালিকা সংগ্রহের পর, বাদ আসর বিয়ের খুতবা পাঠ করা হয়। এরপর অভিভাবকদের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়।
বিয়ে শেষে নবদম্পতিদের জন্য দোয়া করা হয় এবং মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়। এ ধরনের বিয়েতে কনে সরাসরি উপস্থিত না থাকলেও, অভিভাবকের সম্মতির ভিত্তিতে বিয়ে সম্পন্ন হয়।
এক বর জানান, মোহরে ফাতেমি অনুসারে বিয়ে হওয়ায় এটি তার কাছে অত্যন্ত বরকতময় মনে হয়েছে। তিনি আশা করেন, আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখময় করে দেবেন।
উল্লেখ্য, রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শুরায়ে নিজামের (জুবায়ের অনুসারী) বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হবে।