টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন চলাকালে বৃহস্পতিবার ভোর থেকে শনিবার সকাল পর্যন্ত শারীরিক অসুস্থ্যতাজনিত কারণে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে।
এই মুসল্লিরা হলেন, রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব জুরাইনের আব্দুল হান্নান (৫৮), রাজধানীর গুলিস্তান বঙ্গবাজার এলাকার হাজী মো. বোরহান উদ্দিন (৪৫), বরগুনার মফিজুল ইসলাম (৭৫), গাইবান্ধার মো. আব্দুল হামিদ ম-ল (৫৫) ও সাভারের মফিজুল ইসলাম (৫৪)।
টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো. সায়েম জানান বলেন, ইজতেমা ময়দানে দ্বিতীয় পর্বের আয়োজন চলাকালে তারা মারা গেছেন।
টঙ্গী জোনের ইজতেমা কন্ট্রেল রুমে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হঠাৎ অসুস্থ হয়ে, হৃদরোগে ও বার্ধক্য-জনিত অসুস্থতায় তারা মারা গেছেন।
টঙ্গী জোনের এএসআই মো. মনির উদ্দিন জানান, ইজতেমা ময়দানে নামাজে জানাজা শেষে এই মুসল্লিদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিন দিনব্যাপী ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।