32 C
Dhaka
Friday, September 20, 2024

ইডেনের সেই নেত্রীরা জানালেন বহিষ্কারাদেশ ভিত্তিহীন, যাবেন অনশনে

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর ইডেন মহিলা কলেজে সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত ১২ নেত্রী বহিষ্কারাদেশকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। এ নেত্রীরা অবিলম্বে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ‘সুষ্ঠু বিচারের’ দাবিতে আমরণ অনশনে যাচ্ছেন বলেও জানিয়েছেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তাঁরা অনশন করবেন।

সোমবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে ইডেন কলেজ ক্যাম্পাসে আয়োজিত ‘বিনা তদন্তে বহিষ্কার, নেপথ্যে কারা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বহিষ্কৃত নেত্রীরা। ছাত্রলীগের অন্তঃকোন্দলে গত দুই দিন উত্তপ্ত ছিল ইডেন কলেজ ক্যাম্পাস।

বিরোধী দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রীভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ অন্তত ১০ জন আহত হন।

ঘটনায় পর গতকাল রবিবার রাতেই ইডেন কলেজ কমিটি স্থগিত ও ১৬ নেতা-কর্মীকে (১২ নেত্রী ও ৪ কর্মী) স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বহিষ্কারের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইডেন কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি সুস্মিতা বাড়ৈ ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার ওরফে বৈশাখী। বক্তব্যের প্রথম অংশ পড়ে শোনান সুস্মিতা।

লিখিত বক্তব্যে বহিষ্কৃত নেত্রীরা জানান, প্রাথমিক তদন্তে বহিষ্কার বিষয়টি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। নির্যাতনের শিকার সহযোদ্ধার পাশে দাঁড়ানোর অপরাধে আজকে আমাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে। ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ও হাজার হাজার প্রমাণ আছে

এতে আরও বলা হয়, তাঁদের (রিভা-রাজিয়া) চাঁদাবাজির ভিডিও, ইডেন কলেজের অধ্যক্ষকে নিয়ে কটূক্তিসহ বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও তাঁদের কেন বহিষ্কার করা হলো না? কোন তদন্তের ভিত্তিতে আমাদের ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো?

লিখিত বক্তব্যের দ্বিতীয় অংশে সামিয়া আক্তার জানান, দুই পক্ষের সংঘর্ষে শুধু একটা পক্ষকে কেন গণহারে স্থায়ী বহিষ্কার করা হলো? ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে কোনো সমস্যা হলে তার তদন্ত বা সমাধানের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আমাদের ক্ষেত্রে সেই নিয়ম না মেনে কেন সরাসরি স্থায়ী বহিষ্কার করা হলো? সংবাদ সম্মেলনে আমরা ২১ জন নেত্রী উপস্থিত ছিলাম৷ সেখান থেকে ১২ জনকে কেন বহিষ্কার করা হলো? আমাদের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে৷

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তারা জানান, আমাদের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। যদি এই ভিত্তিহীন বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হয়, আমরা সবাই এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরণ অনশন করব৷

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুস্মিতা বাড়ৈ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের একাংশ ষড়যন্ত্রের (বহিষ্কার) সঙ্গে সরাসরি জড়িত। ছাত্রলীগের সাংগঠনিক নিয়ম আছে যে কমিটির অধিকাংশ মানুষ যদি একসঙ্গে বহিষ্কৃত হয় বা গণহারে পদত্যাগ করে, সে ক্ষেত্রে কমিটি বিলুপ্ত হয়ে যায়। একাংশকে বহিষ্কার করলে কমিটিটাও থাকল, আবার বহিষ্কারও করা গেল।

তিনি বলেন, তথ্যপ্রমাণ নেই। কিন্তু এমন বিষয় আমাদের কানেও বারবার আসে যে বিভিন্ন মন্ত্রণালয়ে তাঁদের (তামান্না ও রাজিয়া) মেয়েরা নাকি কাজ নিয়ে আসে, বিভিন্ন কর্মকাণ্ড করে…৷

ইডেন কলেজ ক্যাম্পাস থেকে এ সংবাদ সম্মেলনের পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রওনা হন বহিষ্কৃত ১২ নেত্রী।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...