ইসরায়েলের নৃশংস হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ক্রমন্বয়ে বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ হামলায় নিহত হন ১৯৮ জন ফিলিস্তিনি। দেশটির বিভিন্ন হাসপাতালে একের পর এক মরদেহ আনা হচ্ছে। দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীদের সূত্রে এই তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের নির্বিচার পাল্টা-হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। এ কারণে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নিহত ব্যক্তিদের সঠিক সংখ্যা জানা নেই।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এর আগে শনিবার সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (হামাস) ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের আকস্মিক হামলায় অন্তত ৫০ জন ইসরাইলি নিহত ও আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ।
এদিকে সৌদি আরব, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের পাশাপাশি ইউরোপের বহু দেশ এ সংঘাত বন্ধে দুই পক্ষের প্রতি আহবান জানিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের শত্রুদের এর মূল্য দিতে হবে যা তারা জানে না। আমরা যুদ্ধের মধ্যে আছি এবং আমরা এটি জিতবো।