সরকার উন্নয়নের জন্য প্রচুর টাকা দেয়, কিন্তু যে পরিমাণ টাকা দেয়া হয়, সে তুলনায় কাজ ততটা উন্নত হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘একটা বিষয় আমি খেয়াল করেছি, সরকার টাকা দিতে কম দেয় না। বরং প্রচুর টাকা দেয়। শেখ হাসিনার সরকার বিভিন্ন প্রকল্পে প্রচুর টাকা দিচ্ছে। কিন্তু সে তুলনায় কাজের মান ততটা উন্নত হয় না।’
শনিবার (৮ অক্টোবর ) সন্ধ্যায় সিলেট নগরীর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা-সিলেট ছয় লেন ও সিলেট-তামাবিল চার লেন সড়কের প্রসঙ্গ তুলে ধরে মোমেন বলেন, ঢাকা-সিলেট সড়ক ৬ লেন প্রকল্প অনেক দূর এগিয়ে গেলেও সার্ভেয়ার না থাকায় জমি অধিগ্রহণের কাজটি আটকে গিয়েছিল। ৩৬ জনের জায়গায় মাত্র দু’জন সার্ভেয়ার দিয়ে কাজ চালানো হচ্ছিল। বিষয়টি জানতে পেরে আমি ভূমিমন্ত্রীর সাথে কথা বলে আরও ৬ জন সার্ভেয়ারের ব্যবস্থা করেছি।
সিলেট-তামাবিল চার লেন সড়ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটিও আমার অগ্রাধিকার প্রকল্প। এখানে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা ছিল। আমি নিরসন করেছি। আশা করছি এই শীতেই এই দুটি মহাসড়কের কাজ অনেকদূর এগিয়ে যাবে।
পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।