প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূল অতিক্রম করতে শুরু করেছে। ঘণ্টায় ৮০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড়টি।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঝড়ের বর্ধিতাংশ স্থলভাগ স্পর্শ করে।
আজিজুর রহমান বলেন, ঝড়টি পুরোপুরি উপকূলে উঠে আসতে আট থেকে ১০ ঘণ্টা সময় লাগতে পারে। রাত ১২টা নাগাদ ঘূর্ণিঝড়ের মূল অংশ বা কেন্দ্রভাগ উপকূল অতিক্রম করা শুরু করবে এবং চলবে রাত ৩টা পর্যন্ত। আমরা কক্সবাজারে ঘণ্টায় ৮০ কিলোমিটার দমকা বাতাসের বেগ পেয়েছি।
মঙ্গলবার আবহাওয়ার ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি এগিয়ে আসায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তবে পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।