এ দেশের মানুষ, বিএনপি ও অন্যান্য সকল রাজনৈতিক দলের একটাই দাবি শেখ হাসিনা সরকার নিপাত যাক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্যারিকেচার করে ২০১৪ আর ২০১৮ সালের মতো নির্বাচন করে ২০২৩-এ ক্ষমতায় যেতে দেওয়া হবে না।
শুক্রবার (১১ আগস্ট) বিকালে রাজধানীর বাড্ডা সুবাস্ত টাওয়ারের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের দমিয়ে রাখতে চায়। কোনো জেল-জুলুম, ভয়ভীতি, কারাগার আমাদের দমিয়ে রাখতে পারবে না। এ দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিবাদকে পরাজিত করা হবে।
সরকার আর নির্বাচন কমিশন মিলে নতুন দুটি দলকে নিবন্ধন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে দল দু’টি কেউ চেনে না। কারণ এই আওয়ামী লীগ সরকার এই দল দিয়ে নির্বাচন নির্বাচন খেলা খেলতে চায়। কিন্তু এবার সেই খেলা খেলতে দেওয়া হবে না।
বিএনপি মহাসচিব বলেন, এবার আমাদের লড়াই জীবনপণ লড়াই। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই দানবকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সেখানে আমরা একটা নতুন রাষ্ট্র তৈরি করব।
তিনি বলেন, সেখানে মানুষ যেন সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করব। আমার যুবক ছেলেরা যাতে চাকরি পায় সেই ব্যবস্থা করব, সবাই যেন ব্যবসা-বাণিজ্য করে সেই ব্যবস্থা করব।