বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeঅর্থনৈতিক ও বাণিজ্যএলপিজির নতুন মূল্য নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৪৫৯ টাকা

এলপিজির নতুন মূল্য নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৪৫৯ টাকা

মূল্য সংযোজন কর (মুসক) ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী এলপিজির (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন দাম আজ (১৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুসারে, গ্রাহক পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মাসের শুরুতে ছিল ১ হাজার ৪৫৫ টাকা। এছাড়া, বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ পয়সা এবং রেটিকুলেটেড পদ্ধতিতে তরল গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম প্রতি লিটার ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ৬৬ টাকা ৭৮ পয়সা।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ