ওআইসি মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ওআইসির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হয়েছে। ফিলিস্তিন ও নাইজেরিয়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।
এশিয়া থেকে আরও নির্বাচিত হয়েছে তুরস্ক ও ইরান। সম্মেলনের আয়োজক দেশ মৌরিতানিয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।
মৌরিতানিয়ার নৌয়াকচটে ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে বাংলাদেশ অংশ নিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ইসলামবিদ্বেষ ও সন্ত্রাসবাদের উর্ধ্বগামিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের মনোনীত শিপা হাফিজা ওআইসির ইন্ডিপেন্ডেন্ট পারমানেন্ট হিউম্যান রাইটস কমিশনের (আইপিএইচআরসি) কমিশনার নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে ইরান ও তুরস্কের দুজন কমিশনারও নির্বাচিত হন।