কলকাতা থেকে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেসে’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা। যশোরের শার্শার বেনাপোল রেল স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা টাক্স ফোর্সের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, ঈদকে সামনে রেখে চোরাকারবারীরা কলকাতা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেসে’ চলাচল করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আজ সকালে বেনাপোল রেল স্টেশনে অভিযান পরিচালনা করে ১৩ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিকস জাতীয় পণ্য জব্দ করা হয়। যার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।
তিনি বলেন, এ সময় জেলা টাস্ক ফোর্সের সদস্যরা আমাদের এ অভিযানে সহযোগিতা করেন।
সবার সহযোগিতা পেলে বন্ধন এক্সপ্রেসে চোরাচালান বন্ধ করা এবং সাধারণ যাত্রী চলাচলের উপযোগী করা সম্ভব হবে বলে জানান তিনি।