মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

কানাডা-মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ স্থগিত, চীনকে ছাড়লেন না ট্রাম্প

-বিজ্ঞাপণ-spot_img
- বিজ্ঞাপণ-

মেক্সিকো ও কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, কারণ মেক্সিকো ও কানাডা তাদের সীমান্তে অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তবে, চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ বহাল থাকবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম উভয়ই ট্রাম্পের অভিবাসন ও মাদক চোরাচালান ঠেকানোর উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তারা সীমান্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন। এর ফলে ৪ ফেব্রুয়ারি থেকে ২৫ শতাংশ শুল্ক স্থগিত থাকবে।

কানাডা সরকার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে সীমান্তে নতুন প্রযুক্তি এবং কর্মী মোতায়েন করবে এবং সংগঠিত অপরাধ, ফেন্টানাইল চোরাচালান ও অর্থ পাচারের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টা চালাবে। মেক্সিকোও ১০,০০০ ন্যাশনাল গার্ড সদস্য সীমান্তে মোতায়েন করবে, এমন প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া, মেক্সিকো সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র পাচার রোধে কাজ করবে।

এ বিষয়ে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় বলেন, “আমার দায়িত্ব আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমি তা করছি।”

এর আগে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর, কানাডা ও মেক্সিকোর সাথে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্তের ফলে সেই আশঙ্কা কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী মাসে কানাডা ও মেক্সিকোর সঙ্গে অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা করবেন। তবে, চীনকে নিয়ে এখনও কোনো চুক্তি হয়নি এবং হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, ট্রাম্প চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এ বিষয়ে কথা বলতে পারেন।

শেয়ার করুন
- Advertisement -

সর্বশেষ নিউজ

হাসিনাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গুমের ঘটনায় জড়িত: এইচআরডব্লিউ

বাংলাদেশে গুমের ঘটনায় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শেখ হাসিনা এবং তার সরকারের কিছু শীর্ষ কর্মকর্তার ভূমিকা সামনে এনেছে। সংস্থাটি দাবি করেছে— গুমের...

যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে প্রথম ধাপে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির...

মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেটের বিচার শুরু

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ ও অন্যান্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম...

লালমাটিয়া থেকে আওয়ামী লীগ নেতা রাজিব গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সারোয়ার আলম রাজিবকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর লালমাটিয়া এলাকায় অভিযান...

সম্পর্কিত নিউজ

হাসিনাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা গুমের ঘটনায় জড়িত: এইচআরডব্লিউ

বাংলাদেশে গুমের ঘটনায় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) শেখ হাসিনা এবং তার সরকারের...

যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে প্রথম...

মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেটের বিচার শুরু

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ ও অন্যান্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা...