ঢাকার ধামরাইয়ে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বিতর্কিত নেতাকে বহিষ্কারের দাবিতে মূলত তারা এ অনশন শুরু করেন।
অনশনকারীরা জানান, বিবাহিত চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জঙ্গি মামলার আসামির ভাই ছাত্রদল নেতা জামিল হোসেনকে ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি করার প্রতিবাদে ও ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনিরের বহিষ্কার দাবিতে এ কর্মসূচি পালিত হচ্ছে।
তারা এ সময় ধামরাই উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি বাতিল ও ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে দল থেকে বহিষ্কার করা না হয় সেই পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, এতে যদি কোনো প্রতিকার না মিলে তাহলে আরও কঠোর ও বড় আকারে আন্দোলন করবে।
শনিবার বিকাল ৪টায় পদবঞ্চিত ও দলের দুর্দিনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে এ ব্যতিক্রমধর্মী কর্মসূচি শুরু করেছেন।
ছাত্রলীগের কয়েকশ বিক্ষুব্ধ নেতাকর্মী ঢাকা আরিচা-মহাসড়কে ঝাড়ু মিছিল করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।
নেতাকর্মীদের ভাষ্য, যদি এই পকেট কমিটি বাতিল না করেন তাহলে আরও কঠোরতম ও বড় আঁকারে আন্দোলনে নামা হবে।
এ বিষয়ে ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, কমিটি সম্মেলনের মাধ্যমে করা না হলেও সঠিকভাবেই গঠন করা হয়েছে। পদ না পেয়ে কিছু নেতাকর্মী আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পরই ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হয়েছে অনেক যাচাই বাছাইয়ের পর।পদ না পাওয়া নেতারা আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন।
তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাদের হেয় করার উদ্দেশ্যেই এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।