১৩৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল চারটায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
রিজভীর বিরুদ্ধে করা সব মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন বলে নিশ্চিত করেন কারাগারের ডেপুটি জেলার আমিনুল ইসলাম।
দলের প্রায় শতাধিক নেতাকর্মী জেল গেটে রিজভীকে স্বাগত জানান। রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগমও সেখানে উপস্থিত ছিলেন।
এসময় রুহুল কবির রিজভী সেখানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘গোটা দেশই এখন কারাগার। ছোট কারাগার থেকে এখন বৃহত্তর কারাগারে প্রবেশ করেছি। বর্তমানে মানুষের কোনো অধিকার নেই। ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। গণতন্ত্রের মুক্তি মিললেই সব অধিকার ফিরে আসবে।’
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে রুহুল কবির রিজভীকে আটক করা হয়। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ কোথায় হবে, এ নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যেই ৭ ডিসেম্বর বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টন। সংঘর্ষে মকবুল আহমেদ নামের একজন নিহত ও বিএনপির অর্ধশত নেতা-কর্মী ও সমর্থক আহত হন।
বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায়। এরপর ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ নয়াপল্টনে উপস্থিত সাংবাদিকদের বলেন, এই অভিযানে ৩০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
প্রায় পাঁচ মাস পর ৫০ মামলায় জামিন পেয়ে কারামুক্তি পেলেন রুহুল কবির রিজভী।