ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আগের চেয়ে কমেছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ২০১৯ সালে কিছু ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করা হয়েছে।
আজ শনিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এডিটরস গিল্ড আয়োজিত আলোচনায় তিনি এ দাবি করেন।
মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে আইনটি সংশোধন না করে বিধি দিয়ে ব্যবস্থা নেওয়া যায়। প্রয়োজনে সংশোধনও করা যায়, তবে এতে সময় বেশি লাগবে।
সাংবাদিকদের গ্রেফতার করা ইস্যুতে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের গ্রেফতার করা যাবে না। কোনো অভিযোগ আসলে তা সেলের মাধ্যমে যাচাই করে, অপরাধ কি না- তা বিবেচনা করে ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সমস্যা আছে স্বীকার করে নিয়ে মন্ত্রী বলেন, এ আইনে কিছু সমস্যা আছে, তা আমরা শনাক্ত করেছি। বিধির মাধ্যমে সেসব সমস্যা দূর করা যায়। এক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে। এজন্য ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এখন কমে গেছে।