শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeঅপরাধকুমিল্লায় ফেনসিডিলসহ যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় ফেনসিডিলসহ যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় ১০০ বোতল ফেনসিডিলসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ইমতিয়াজ হাবিব সিনহা কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। 

গতকাল সোমবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকা থেকে কুমিল্লা কোতোয়ালি থানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেপ্তার করে।ফাঁড়ির উপপরিদর্শক ইয়ামিন সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় ইমতিয়াজের ব্যবহৃত প্রাইভেটকারসহ আরও ১ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। অপরজন হলেন-কুমিল্লায় নগরীর উত্তর শাসনগাছা এলাকার মাজিদুল হক।

উপপরিদর্শক ইয়ামিন সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালুয়া পাড়া এলাকায় গোমতীর পাড়ে ভারত সীমান্ত থেকে আসার সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে। 

যুবলীগ নেতা গ্রেপ্তারের বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান শাহীনের কারছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত জানাব।’

spot_img

সর্বশেষ

আরও সংবাদ