কোটা পূরণ না হওয়ায় পবিত্র হজ নিবন্ধনের সময় আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন হজ পালনে ইচ্ছুক ব্যক্তিরা। এ নিয়ে ষষ্ঠবারের মতো নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।
আজ সোমবার (২৭ মার্চ) নিবন্ধনের সময় বাড়িয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে ২২ মার্চ এ নিবন্ধনের সময় বাড়িয়ে ২৭ মার্চ করা হয়েছিল। তবে এতেও কোটা পূরণ না হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এবার হজের খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় হজের নিবন্ধনে ভাটা পড়েছে। এর আগে পাঁচ দফা সময় বাড়ালেও নিবন্ধনের কোটা পূরণ হয়নি।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাক্–নিবন্ধন ক্রমিক উন্মুক্ত করা হয়েছে। কোটা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
চলতি বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধনের শেষ সময় থাকলেও তা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়। তবে কোটার বিপরীতে খুবই কম সংখ্যক হজযাত্রী নিবন্ধিত হন। পরে নিবন্ধনের সময় ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। সেই সময়েও কোটার অর্ধেকেরও কম হজযাত্রী নিবন্ধিত হয়। সর্বশেষ নিবন্ধনের সময় ১৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যেও সাড়া পাওয়া যায়নি। শেষে নিবন্ধনের সময় ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।
সর্বশেষ হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানোর সাথে নিবন্ধনের সময় ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু এতেও কোটা পূরণ না হওয়ায় ষষ্ঠবারের মতো আগামী ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে এ সময়।
আজ সোমবার পর্যন্ত নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৭৪ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৯২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৭ হাজার ৪৮২ জন নিবন্ধন করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।