27 C
Dhaka
Tuesday, September 17, 2024

ক্ষমা চাইলেন ‘ম্যাডাম’ না বলায় খেপে যাওয়া সেই কুবি কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট:

ম্যাডাম’ সম্বোধন না করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর স্নাতকের সনদ উত্তোলনের ফরমে সই না করার ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার পর এবার ক্ষমা চেয়েছেন বিশ্ববিদ্যালটির অর্থ ও হিসাব দফতরের সেই কর্মকর্তা তানিয়া আক্তার।

বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবে সাংবাদিক, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে তানিয়া আক্তার নিজের ভুল অনুধাবন করে ক্ষমা চান।

এ সময় তিনি মোবাইলে কল করে ভুক্তভোগী রিদওয়ানুল ইসলামের সঙ্গে কথা বলেন। অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

সেই কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, আজকেই আমরা কথা বলে বিষয়টা মিটমাট করেছি। আসলে এটা ভুল বুঝাবুঝি ছিল। যে শিক্ষার্থীর সঙ্গে এমনটি হয়েছে তার কাছে আমি দুঃখপ্রকাশ করেছি। উনিও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। আশা করি এ নিয়ে আর কোনও সমস্যা হবে না।

এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী রিদওয়ানুল ইসলাম বলেন, গত সোমবার স্নাতকের সনদ উত্তোলনের ফরমে সাইন করা নিয়ে অর্থ ও হিসাব দফতরের এক কর্মকর্তার সঙ্গে আমার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ভুল স্বীকার করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা দুঃখ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা প্রদান ও যোগাযোগের ক্ষেত্রে ভবিষ্যতে আরও সচেতন থাকবেন বলে তারা জানিয়েছেন। তাই আমি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ পাওয়ার প্রত্যাশা রাখছি।

অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের বলেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। একটা অনাকাঙ্ক্ষিত ভুল বুঝাবুঝি হয়ে গেছে সেটার সমাধানও করেছি আমরা। আমরা আশা করবো ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে।

উল্লেখ গত সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে স্নাতকের (সম্মান) সনদ উত্তোলনের স্বাক্ষর নিতে গিয়ে ম্যাডাম’ সম্বোধন না করে ‘আপু’ বলায়
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীর ওপর
ক্ষেপে যান বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা তানিয়া আক্তার৷

এ সময় দুই শিক্ষার্থীর উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনাদেরকে আমি স্বাক্ষর দেব না। আপনাদের সম্বোধন ঠিক নেই। আপনারা ম্যাডাম না ডেকে আপু কেন ডাকছেন।’

এই ঘটনা ঘটে

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...