দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশে এসেছেন তিন বিদেশি চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতেই কাজ করবেন তারা।
বুধবার (২৫ অক্টোবর ) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মার্কিন ওই তিন চিকিৎসক ঢাকায় এসে পৌঁছান। তবে তাদের নাম বা পরিচয় এখন পর্যন্ত জানানো হয়নি। কবে নাগাদ তারা কাজ শুরু করবেন তাও জানানো হয়নি।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে মার্কিন তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন।
গত তিন মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ার সমস্যা নিয়ে গত সোমবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালের সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তাকে সপ্তম তলার কেবিনে নেওয়া হয়। তিনি শারীরিকভাবে খুব দুর্বল বলে জানা গেছে।