সদ্য প্রকাশিত জনশুমারি প্রতিবেদন অনুযায়ী, দেশের জনসংখ্যা বর্তমানে ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪, নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬। দেশের ইতিহাসে এবারই প্রথম পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি উঠে এলো গণণার মাঝে।
তবে নানা পরিসংখ্যানের ভিড়ে লজ্জার রেকর্ড দেখলো রংপুর বিভাগ। খোলা জায়গায় মলত্যাগের হার সবচেয়ে বেশি এই বিভাগে। তবে আশার কথা দুই দশক ধরে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কমে এসেছে এই মাত্রা।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রাথমিক এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
বুধবার প্রকাশিত জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদনে দেখা গেছে, দেশের ১ দশমিক ২৩ শতাংশ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে। বিভাগের হিসাবে, দেশের আট বিভাগের মধ্যে রংপুর বিভাগে খোলা জায়গায় মলত্যাগের হার সবচেয়ে বেশি।
প্রতিবেদন অনুযায়ী, আট বিভাগের মধ্যে খোলা জায়গায় মলত্যাগের হার সবচেয়ে কম ঢাকা বিভাগে, শূন্য দশমিক ২৮ শতাংশ। এর হার সবচেয়ে বেশি রংপুরে ৪ দশমিক ৩১ শতাংশ। রংপুরের পরেই আছে সিলেট বিভাগ। এখানে খোলা জায়গায় মলত্যাগের হার ২ দশমিক ৬৫।
দেশের অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে খোলা জায়গায় মলত্যাগের হার শূন্য দশমিক ৩০, খুলনায় শূন্য দশমিক ৩৪, চট্টগ্রামে শূন্য দশমিক ৯০, ময়মনসিংহে ১ দশমিক ৫৫ ও রাজশাহীতে ১ দশমিক ৫৬ শতাংশ।
জনশুমারি প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পর্যায়ে ৮৫ দশমিক ৬৬ শতাংশ পরিবারের (খানা) প্রধান উৎস গভীর ও অগভীর টিউবওয়েল এবং ১১ দশমিক ৭৪ শতাংশ পরিবারের খাবার পানির প্রধান উৎস ট্যাপ বা সরবরাহের পানি। রংপুর বিভাগে সর্বোচ্চ ৯৮ দশমিক ৮৩ শতাংশ পরিবারের খাবার পানির প্রধান উৎস গভীর ও অগভীর টিউবওয়েল। আর ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬ দশমিক ৬৪ শতাংশ পরিবারের খাবার পানির উৎস ট্যাপ বা সরবরাহের পানি।