গণমাধ্যমের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, অনেক সময় অস্থিরতা বাড়াতে গণমাধ্যম অনেক বানোয়াট খবর প্রচার করে।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের লক্ষ্য সস্তায় অ্যাফোরডেবল প্রাইসে সবাইকে খাবার দেওয়া। তাদের জীবনমানের উন্নয়ন। কোনো ধরনের বিশৃঙ্খলা-অস্থিরতা নয়। কিন্তু, মিডিয়া-টিডিয়া অনেক সময় এই অস্থিরতা বাড়াতে অনেক বানোয়াট খবর-টবর দেয়। এটা খুব দুঃখজনক। ‘
শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ভারত গিয়ে বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের স্থিতিশীলতা থাকুক। এ ব্যাপারে ভারত সাহায্য করলে খুব খুশি হব।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে।’
ওই বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কালকে (বৃহস্পতিবার) আমি যে জিনিসটা বলেছি, শেখ হাসিনা, উনি আছেন বলেই আমাদের দেশের উন্নয়ন হচ্ছে।
উনি আছেন বলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমি বলেছি, বঙ্গবন্ধু পৃথিবীর মধ্যে একটি দিকনির্দেশনা দিয়ে গেছেন, যে অসাম্প্রদায়িক সমাজব্যবস্থা গড়ে তুললে সবার মঙ্গল হয়। আর এ দেশে যত নাগরিক আছে, সে যে কোনো ধর্মের হোক, তার সমান অধিকার। সে বাঙালি, আমাদের বাংলাদেশের নাগরিক। আর আমি বলেছি, শেখ হাসিনা যদি সরকারে থাকেন, তাহলে স্থিতিশীলতা থাকে।’
এসময় গণমাধ্যম প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো কোনো লোক বলে সরকার নাকি মিডিয়াকে কন্ট্রোল করি। দেখেন, কন্ট্রোল করি? যত দিন পাবলিক লাইফে আছি, অবশ্যই মিডিয়া এই নিয়ে গল্প বানাবে। তবে বেশি বেশি ডাহা মিথ্যা বললে খারাপ লাগে।