বরিশালে বিএনপির সমাবেশে মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের সামনে এ ঘটনা ঘটে।গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন এলাকায় বিএনপি এ সমাবেশের আয়োজন করা হয়। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানিয়েছে, সমাবেশের মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল কর্মী তপু কাজীর সঙ্গে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের দ্বন্দ্ব হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুইজনের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে সংঘর্ষে লিপ্ত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের সামনেই। পরে বিএনপির সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিনিয়র নেতাদের সামনেই এমন সংঘর্ষ নিয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যর সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কর্মীপর্যায়ের লোকজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। পরে তাদের শান্ত করা হয়েছে।