নির্বাচন বাতিল চেয়ে গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুনের বিরুদ্ধে মামলা করেছেন পরাজিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
মঙ্গলবার (০৪ জুলাই) নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন পরাজিত এই প্রার্থী।
মামলায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা, বাতিল এবং ২৫ মে মেয়র হিসেবে নির্বাচিত প্রার্থীর নির্বাচন বাতিলের আবেদন করা হয়েছে।
মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে ১ নম্বর বিবাদী এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামকে বিবাদী করা হয়েছে। ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমনের আদেশ দিয়েছেন। আগামী ২ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান মামলার বাদী আতিকুল ইসলাম।
এ বিষয়ে মামলার বাদী আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমি এ বিষয়ে গত ১১ মে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছিলাম। যা গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি তখন ন্যায় বিচার পাইনি। আশা করি, ট্রাইব্যুনালে ন্যায় বিচার পাব।