গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়া বাড়ী এলাকায় ঝুটের গোডাউনসহ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(৫ জুলাই) রাত ৯টার সময় আগুনের সূত্রপাত ঘটে।
এ মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করছে। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানিয়েছে, খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশেপাশের আরো কয়েকটি বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন জানান, প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আরও একটি গুদাম ঘরে।
আগুন লাগার পর শুরুতে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ফায়ার সার্ভিসের জয়দেবপুরের দুইটি ও কাশিমপুর ডিবিএলের একটিসহ মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করে।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মিনাজুল ইসলাম বলেন, আগুন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা মুশকিল।