রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

গুলশানের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ণ

গুলশান–২ বহুতল ভবনে লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি৷ রাত ১০টার দিকে এ ঘটনায় অগ্নিদগ্ধ একজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।

রবিবার(১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ১২তলা ভবনটিতে আগুন লাগার পর তা নেভাতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা। পাশাপাশি চলতে থাকে উদ্ধার কার্যক্রম। ভবনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার চলতে থাকলেও পরে ভবনের অন্যান্য তলায় আগুন ছড়িয়ে পড়লে অনেকে আটকা পড়েন।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া আগুনে নিহত একজনের মরেদহ ঢাকা মেডিকেলে নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ আনা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছিল, ১২তলা ভবনের সপ্তম তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছেন। পরে সেখানে আরও সাতটি ইউনিট যোগ দেয়। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাথমিকদিকে নিচতলার বাসিন্দারা বের হলেও সাত তলার উপরের বাসিন্দারা ছাদে অবস্থান করছিলেন। ভবন থেকে এ সময় বেশ কয়েকজন লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ