ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষজন।
বৃহস্পতিবার মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা মোড় পর্যন্ত সবচেয়ে বেশি যানজট দেখা গিয়েছে।
গাজীপুর জেলার মহাসড়কে ভোগড়া বাইপাস পয়েন্ট, বোর্ড বাজার, টঙ্গী বাজার ও স্টেশন রোডে যানজট দেখেছেন ইউএনবি প্রতিনিধি।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোর পর্যন্ত যানজট একই ছিল।
মহাখালী বাস টার্মিনাল থেকে গাজীপুর চৌরাস্তায় পৌঁছাতে প্রায় চার ঘণ্টা সময় লাগছে বলেও দাবি করেছেন যাত্রী ও গাড়িচালকরা। কোথাও কোথাও গণপরিবহন পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে মানুষকে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আবদুল্লাহ আল মামুন জানান, গাজীপুরের মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবের জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেয়া হয়েছে। ‘যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’