শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লণ্ডভণ্ড সেন্টমার্টিন; নিহত ২ আহত ১১

১৮ জানুয়ারি, ২০২৫, ০৫:০৪ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় মোখা তাণ্ডব চালিয়েছে সেন্টমার্টিন দ্বীপে। সমুদ্রের পানিতে ভাসছে সেন্টমার্টিনের একাংশ। সেখানে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো উপড়ে গেছে। সেন্টমার্টিনে গাছ পড়ে দুইজন নারী-পুরুষ নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন।

রবিবার দুপুরের দিকে সেন্টমার্টিনের বিভিন্ন স্থানে এমন পরিস্থিতির কথা জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

কয়েক শ গাছপালা ভেঙে পড়েছে। সামুদ্রিক জলোচ্ছ্বাসে উত্তরপাড়া, পশ্চিমপাড়া ও পূর্ব দিকের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে৷ তিনটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৩৭টির বেশি হোটেল রিসোর্ট ও কটেজে অবস্থান করছেন স্থানীয় প্রায় ৬ হাজার মানুষ। বেশির ভাগই শিশু ও নারী।

ঘন্টায় সর্বোচ্চ ১৪৭ কিলোমিটার গতিতে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এ মুহূর্তে এটির গতিবেগ কমে গেছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ