শিবলী রহমান শিপু, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে যমুনা নদীতে সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝড়বৃষ্টির কবলে পড়ে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ারসার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন।
সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পূর্বমোহনপুর গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেন (২)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে শিল্পপার্ক এলাকা থেকে বৈঠাচালিত একটি ছোট্ট নৌকাযোগে আয়েশা খাতুন ও তার দুই বছরের ছেলেসহ মোট ছয়জন পূর্বমোহনপুরে ফিরছিল মাঝপথে সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়।
তিনি আরও জানান, তিনজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করলেও শিশু আরাফাত মায়ের কোল থেকে নদীতে পড়ে গিয়ে তাৎক্ষণিক মারা যায়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় খোকন শেখের স্ত্রী আয়েশাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।