চট্টগ্রামের ইছানগর এলাকার এস আলম রিফাইনড সুগার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানার আওতাধীন এলাকার এই মিলে আগুন লাগে।
গণমাধ্যমকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ভবনটিতে প্রচণ্ড ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপকদের কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও জানান, তাদরে কাছে থাকা তথ্য অনুযায়ী ভেতরে কেউ আটকা পড়েননি।