বিমানবন্দরে ফুলেল সংবর্ধনার পর ছাদখোলা বাসে বাফুফে ভবনে গিয়েছেন সাফ চ্যাম্পিয়ন হয়ে আসা বাংলার নারীরা। একদিনের ব্যবধানে অনেকটা সামাজিক যোগাযোগমাধ্যমের অভূতপূর্ব সাড়ায় তৈরি হয়েছে ছাদখোলা বাস। ফুটবলাররাও পেয়েছেন বিরল সম্মান।
দুপুরে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে খেলোয়াড়দের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান, কোচ গোলাম রাব্বানী ছোটন ও বাফুফে কর্মকর্তারাও মতিঝিলের ফুটবল ভবনের দিকে রওনা দেন। দলটিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে পুরো রাস্তায় দুই পাশ জনস্রোতে পরিণত হয়।
তবে বাফুফের এমন আয়োজনেও প্রশ্ন তুলেছেন অনেকে। বাসের পুরোটা চ্যাম্পিয়ন দলের ছবিতে রাঙানো হলেও তাতে নেই সাফল্যের কারিগর গোলাম রব্বানী ছোটনের ছবি। বাংলাদেশের নারী ফুটবলে অনন্য অবদান রাখা এই কোচের ছবি দেখতে না পেয়ে অনেকেই প্রকাশ করেছেন বিষ্ময়!
মূলত ২০০৯ থেকেই নারী দলের সাথে যুক্ত গোলাম রব্বানী ছোটন। একসময় নিজের কাছের মানুষদের কাছেও ‘মহিলা কোচ’ নামে অপবাদ শুনেছেন। তবে বয়সভিত্তিক আর জাতীয় দল মিলিয়ে পারফরম্যান্স বিচারে দেশের শীর্ষ কোচ হিসেবেই থাকবেন ছোটন। সবমিলিয়ে মোট ৫ বার দেশকে চ্যাম্পিয়ন মেডেল এনে দিয়েছেন এই কাজপাগল মানুষটি।
ছাদখোলা বাসের আয়োজনে তাই গোলাম রব্বানী ছোটনের ছবি না দেখায় কিছুটা হতাশ সচেতন ক্রীড়াভক্তরা।