শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত জাবি শিক্ষার্থী, প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

১৮ জানুয়ারি, ২০২৫, ০২:৫১ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হল গেইটের নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাইকারী ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর আহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলটি।

এসময় ’ক্যাম্পাস গেইটে ছিনতাই কেন? প্রশাসন জবাব চাই’, ’এম এইচ গেইটে নিরাপত্তা নিশ্চিত কর’, ’সিএন্ডবি থেকে ডেইরি গেইটে পুলিশি টহল জোরদার কর’সহ নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এসময় তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী খায়ের মাহমুদ বলেন, ’দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সংলগ্ন গেইটে শিক্ষার্থীদের নিরাপত্তা নাই। প্রায় প্রতিদিনই ছিনতাই থেকে শুরু করে নানা ধরনের ঘটছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস গেইটে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল হোসেন বলেন, ’ক্যাম্পাস সংলগ্ন গেইটে নিয়মিত ছিনতাই এর ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সাইকেল চুরি হয়, মোবাইল ছিনতাই হয় অথচ প্রশাসন দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করেনি। গতকাল ক্যাম্পাসের একজন শিক্ষার্থী ছুড়িকাঘাতের ঘটনা ঘটেছে। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, ক্যাম্পাস সংলগ্ন গেইটে আর কোন ছিনতাইয়ের ঘটনা ঘটলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম রাশিদুল আলম বলেন, ’গতকাল যে ঘটনা ঘটেছে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন মর্মাহত। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, দ্রুত সময়ের মধ্যে এম এইচ গেইটে পুলিশ বক্স স্থাপনের পদক্ষেপ নেয়া হবে।’

এর আগে গতকাল রাত আটটায় মীর মশাররফ হোসেন হল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৫০ ব্যাচের এক শিক্ষার্থী আহত হন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ