31 C
Dhaka
Thursday, September 19, 2024

জাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

ডেস্ক রিপোর্ট:

জাবি প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হামলায় তিন ছাত্রদল নেতা আহত হ‌ওয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় যে, মঙ্গলবার (৫ মার্চ ) দুপুর ২টায় মিছিলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে মীর মোশাররফ হোসেন হলের গেইটে যাওয়ার পথে ছাত্রলীগের হামলার শিকার হয়। এই সময় ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক ও মুরাদ হোসেন আহত হয় এবং শফিকুল ইসলামকে মেরে মীর মশাররফ হোসেন হল গেইটের বাইরে ফেলে রাখা হয়৷

হামলার বিষয়ে শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানাতে আমরা জাবি ছাত্রদল ডেইরি গেইট থেকে মিছিল করে মীর মোশাররফ হোসেন হলের গেইটে আসলে ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাদের উপর অর্তকিত হামলা করে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। নাইমুল হাসান কৌশিক মুরাদ হোসেন গুরুতর আহত হয় এবং শফিকুল ইসলামকে ছাত্রলীগ হলে ধরে নিয়ে যায়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রনেতা সেলিম রেজা, মীর মোশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, যুবায়ের আল মাহমুদ, ছাত্রনেতা নাইমুর হাছান কৌশিক, শফিকুল ইসলাম, রাজিব আহম্মেদ, এম আর মুরাদ, রাজু, আলামীন, রাজন মিয়া, শাফায়াত হোসেন, শরিফ হোসেন, রিফাত, নাইমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায় নি তাকে ।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...