জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) জাতীয় পর্যায়ের সর্বোচ্চ প্রোগ্রামিং প্রতিযোগিতার আসর ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি) শুরু হয়েছে।
শুক্রবার ( ৮ মার্চ) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে এই প্রোগ্রাম শুরু হয়।
প্রতিবছর আয়োজিত হওয়া দুই দিন ব্যাপী এ প্রোগ্রাম প্রথমবারের মতো আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
উদ্ভোধনী অনুষ্ঠানে কম্পিউটার বিজ্ঞানী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, ’এই প্রোগ্রামটি শিক্ষার্থীদেরকে জন্য গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীরা মস্তিষ্কের প্রয়োগ খুব কম করে অথচ একসময় পুরো এশিয়া মহাদেশে জ্ঞানের দ্যুতি ছড়িয়ে দিয়েছিল বাঙালিরা। এই ধরনের প্রতিযোগিতা তরুনদের প্রোগামিংয়ে আগ্রহী করে তুলবে।’
বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমদ বলেন, ’প্রোগ্রামার দের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে দক্ষ প্রোগ্রামার প্রয়োজন। দক্ষ প্রোগ্রামার তৈরি হলেই বিশ্বব্যাপী আমাদের সুনাম বাড়বে। ’
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ’প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করলে শিক্ষার্থীরা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না । এই ধরনের প্রতিযোগিতা প্রোগ্রামাদের প্রযুক্তি জগতে নতুন মাত্রা যোগ করতে সাহায্য করবে এবং দেশকে সৃজনশীল করে গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।’
এর আগে গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় সারা দেশ থেকে শতাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ১০০টি দল অংশগ্রহণ করে। বাছাইপর্ব শেষে ৬৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৯৭টি দলকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়। প্রতিটি দলে থাকবেন তিনজন সদস্য এবং একজন কোচ। আজ উদ্বোধনী অনুষ্ঠানের পর চূড়ান্ত পর্বের রিহার্সাল অনুষ্ঠিত হয় এবং আগামীকাল ৯ মার্চ মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।