জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় তিন মাদকসেবীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।
রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রফিক জব্বার হলের ডাইনিংয়ের কর্মচারী আবু ইউসুফ, বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলাবাগান জেনারেটর বাজারের ইলেকট্রিশিয়ান দোকানদার সজীব ইসলাম ওরফে রাসেল মিয়া এবং মীর মশাররফ হোসেন হলের ডাইনিংয়ের কর্মচারী নাসিমুল হক বাবু।
জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন শান্তিনিকেতন এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করছিলেন ইউসুফ, রাসেল মিয়া ও বাবু। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী দেখতে পেয়ে প্রক্টরিয়াল টিমকে খবর দিলে মাদকসহ হাতেনাতে আটক করা হয় তাদের। এসময় তাদের কাছ থেকে তিন প্যাকেট গাঁজা ও কাঁচি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে অভিযুক্তদের আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার হেফাজতে রেখেছি। ইতিমধ্যে পুলিশকে খবর দিয়েছি, পুলিশ আসলে তাদের হাতে সোপর্দ করে দিবো এবং অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে।