প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কোচিং ব্যবস্থা চালু করে জোর করে কোচিং সেন্টার বা বাসায় পড়ানো নিষিদ্ধ করতে আইন করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী বলেন, কেউ যদি নিজের ক্লাসে না পড়িয়ে নিজ বাড়ি বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে, এবং সেখানে না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেয় বা নম্বর কম দেয়, এগুলো একে বারেই অনৈতিক। এটি নিষিদ্ধ করা হয়েছে। কোন শিক্ষক নিজের শিক্ষার্থীদের ক্লাসে না পড়িয়ে কোচিং এ পড়াতে পারবেন না।
আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
কোচিং ব্যবস্থার দরকার উল্লেখ করে, মন্ত্রী বলেন, কোচিং কিন্তু কিছুটা দরকার হয়। আমাদের প্রতিটি স্কুলেই প্রায় শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমান ভাবে নজর দেওয়া সম্ভব হয় না অনেক সময়। এতে করে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়তে পাবে।
অনেকের বাবা-মা কর্মজীবী হওয়ায় তাদেরকে সময় দিতে পারে না। সেক্ষেত্রে কখনো কখনো কোচিং এর দরকার হতে পারে। আমরা তার বিকল্প হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কোচিং ব্যবস্থার কথা বলেছি আইনে।
এর আগে বিসিবি কাউন্সিলরস কাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে।
আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে যেমন সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। পাশাপাশি সুস্থ দেহ ও মনের বিকাশে খেলাধুলা প্রয়োজন। খেলাধুলার মধ্যে থাকলে নতুন প্রজন্ম অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবে। এ ক্ষেত্রে আমাদের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করা উচিত। খেলাধুলার জন্য চাঁদপুর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এ জেলার ক্রিকেটার খেলছেন।
মন্ত্রী বলেন, চাঁদপুরের ক্রিকেটাররা যাতে পুরো বছর ক্রিকেট অনুশীলন করতে পারে সেজন্য বিসিবিকে মাঠ করার জন্য জায়গার ব্যবস্থা করা হবে। খেলাধুলার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার প্রয়োজন বেশি। চাঁদপুরে যেনো এ ধরনের টুর্নামেন্ট সবসময় চলমান থাকে সেজন্য আমরা পক্ষ থেকে সহযোগিতা থাকবে