আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জনসভা শুরু হয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনা জনসভায় যোগ দিয়েছেন।
তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে ৭ জানুয়ারির ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শেখ হাসিনা টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেন।
সকাল থেকেই নেতা-কর্মীরা জনসভায় আসতে শুরু করেন। ইতোমধ্যে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় সাজ সাজ রব পড়েছে। সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহোদ্দীপনা।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও জনসাধারণের চোখেমুখে দেখা যাচ্ছে উৎসবের আমেজ।
টুঙ্গিপাড়ার জনসভা ছাড়াও আজ দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এবং বিকাল ৩টায় মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা।
এর আগে গতকাল বরিশালে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।