শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

ডিবি পরিচয়ে ছাত্রদল নেতা শামীম সরকারকে তুলে নেওয়ার অভিযোগ

১৮ জানুয়ারি, ২০২৫, ০৪:০৩ অপরাহ্ণ

রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ শামীম সরকারকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে তাকে ঢাকা থেকে তুলে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ প্রথমে স্বীকার করলেও এখন অস্বীকার করছে।

বিবৃতিতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নিশি রাতের সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন, মামলা, হামলা, গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পর স্বীকার না করা একটি অমানুষিক ঘৃণ্য আচরণ।

এতে বলা হয়, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা আগলে রাখতে এখন র‍্যাব, পুলিশ ও আওয়ামী সশস্ত্র ক্যাডারদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে বেপরোয়া হয়ে উঠেছে। বিরোধী নেতাকর্মীসহ দেশের মানুষ এখন গুম-অপহরণসহ লাশ হওয়ার চিন্তায় সর্বদা আতংকিত অবস্থায় দিন অতিবাহিত করছে।

শামীম সরকার গোয়েন্দা পুলিশ হেফাজতে আছেন দাবি করে রিজভীর বলেন, তাকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ