গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের দুইমাস পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে মামলার প্রধান আসামি রাসেল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ১২ টায় উপজেলার বিটুই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রাসেল মিয়া সরাইল উপজেলা সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই রাতে নরসিংদীর রায়পুর এলাকার সুমন ও তার বন্ধু মিলে সরাইলের শাহবাজপুর আশিকের চা-দোকানে নানা রংঙের বিখ্যাত চা খেতে আসেন। ফেরার পথে সরাইল বিশ্বরোড মোড়ে ডিবি পরিচয়ে ৩/৪ জন ব্যক্তি তাদের ৫টি মোটরসাইকেলের পথরোধ করেন। পরে অস্ত্রের মুখে তাদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণের চেইন, নগদ টাকাসহ প্রায় সাড়ে চার লাখ টাকা মালামাল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ছিনতাইয়ের শিকার নরসিংদীর রায়পুরার হাটুভাঙ্গা গ্রামের ভুক্তভোগী সুমন মিয়া সরাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তার অভিযোগের ভিত্তিতে পর দিন ডাকাত ও ছিনতাইকারী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গাফফার মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গাফফারের দেয়া তথ্যমতে ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সরাইল থানার পুলিশ নাসিরনগর উপজেলার বিটুই গ্রাম থেকে অভিযুক্ত রাসেল মিয়াকে গ্রেপ্তার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, রাসেল মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে।
ওসি বলেন, শনিবার দুপুরে রাসেল মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।